মো. জাকির হোসেন (২২) নামের এক যুবক ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ঘরের বিছানায় শুয়ে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জাকির হোসেন সুন্দর এই পৃথিবীতে বেচে থাকতে চায়। তাকে কেউ দেখতে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর চোখ বেয়ে পড়ে লোনা পানি। চোখ মুছতে মুছতে জাকির হোসেন বলেন, আমি কি আর এই সুন্দর পৃথিবীতে বেচে থাকতে পারবো না। আমাকে একটু সাহায্য করুণ। আমি বেচে থাকতে চাই।
খুলনা মহানগরীর হরিণটানা মেইন রোডের রিয়া বাজার এলাকার বাসিন্দা বড় বাজারের একটি কাপড়ের দোকাদের কর্মচারি হতদরিদ্র মো. জাফর আহমেদের একমাত্র ছেলে জাকির হোসেন। তার বৃদ্ধ পিতা মো. জাফর আহমেদ একমাত্র ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু ছেলের চিকিৎসার ৫/৬ লাখ টাকা জোগাড় করতে না পেরে পথে-ঘাটে যাকে পাচ্ছে তাকে ধরে হাউমাউ করে কাদছে, আর বলছে আমার ছেলেটাকে আপনারা বাচান। আমি আর পারছি না। আল্লাহ তায়ালা আমার এমন পরীক্ষা কেন দিলেন, এ পরীক্ষায় কিভাবে উর্ত্তীণ হবো। আমার সব সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করিয়েছি, তাতে কোন ফল হয়নি।
বর্তমানে জাকির হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিস্ট বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরদার আব্দুল হালিমের তত্ত্বাবধানে রয়েছে। তাকে বাচাতে হলে জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। এ অপারেশনে খরচ হবে ৫ থেকে ৬ লাখ টাকা।
এমতাবস্থায় একমাত্র ছেলেকে বাচাতে বৃদ্ধ পিতা জাফর আহমেদ দেশ-বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার মায়ের নাম রাবেয়া বেগম। তাদের দু’টি কন্যা সন্তান রয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা : রাবেয়া বেগম, সেভিংস একাউন্ট নং-১৪৯৯৯, রূপালী ব্যাংক, খালিশপুর শাখা, খুলনা। বিকাশ : ০১৮৪৫-০৪ ৯৬ ১৪, মোবাইল নং-০১৯৯৮-৭১ ৬৮ ৬৭ ও ০১৯৭৭-৩৫ ১৭ ৮৮।