দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে হামলা, পত্রিকা কার্যালয় ভাংচুর এবং দৈনিক প্রবাহ পত্রিকার তেরখাদা প্রতিনিধি এজিএম বাছিতুল হাবিব প্রিন্সের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খালিশপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১ টায় শিল্পাঞ্চল খালিশপুরে বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সচেতন মহলের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পিপলস গোল চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা বলেন বর্তমান সাংবাদিক বান্ধব সরকার সাংবাদিকদের সবর্চ্চ সুযোগ, সুবিদা ও নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেখানে একটি কুচক্রি মহল সরকারের সুনামকে বিনষ্ট করার লক্ষে কৌশলে বিভিন্ন নানা অপতৎপরতা চালাচ্ছে। এ অপশক্তির কুট কৌশলে খুলনার পেশাদার সাংবাদিকদের মারধোর, ভাংচুরসহ হয়রানির শিকার হচ্ছে, এ অপশক্তি রুখতে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও এস এম নুর হাসান জনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মনিরুল ইসলাম বাশার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুর রহমান সাহিদ, সাংবাদিক নেতা মোজাম্মেল হাওলাদর, সুনীল দাস, লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, মোঃ মিলন হোসেন, দেশ সংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু নূরাইন খন্দকার, আনিসুর রহমান কবির, হাসানুর রহমান তানজির, রিংটন মন্ডল, আমিনুল ইসলাম বাবু, আঃ রাজ্জাক, আরিফুর রহমান, আ’লীগ নেতা আঃ মজিদ বকুল, আঃ রহমান, ১০ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক, ইমরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম অভি, সাংবাদিক শেখ শান্ত ইসলাম, শংকর কুমার বিষনু, গোলাম রসুল, তোফাজ্জেল হোসেন, পারভেজ খান, জাহিদুল ইসলাম, মোঃ শামিম প্রমুখ।