জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল এর পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তার পরিবারের উদ্যোগে নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও যোহর বাদ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, খুলনাস্থ মোরলগঞ্জ কল্যান সমিতির উদ্যোগে বাদ আছর নগরীর হরিণটানার জিরোপয়েন্ট এলাকায় মদিনা নগর হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মৌলভীপাড়া নুরে জামে মসজিদ পরিবারের পক্ষ থেকে এবং শেখপাড়া আস্থানা জামে মসজিদে ও পোর্ট জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রাসেল, মো: জিলহাজ্ব হাওলাদার, আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, রুমান আহমেদ, মো: হানিফ শেখ, জাকারিয়া শেখ, গোলাম রাব্বানী মামুন, ইমরান গাজী, দিদারুল আলম, মো: সাইদ শেখ, জুবায়ের হোসেন জনি, শেখ শামিম, বাপ্পি প্রমুখ।