যশোরের অভয়নগর উপজেলার নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক এবং সদ্য বিদয়ী ম্যানেজিং কমিটির সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৯ জুলাই) সকালে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা এবং সভাপতি, সহ সভাপতি ও সদস্য সচিবদের সম্মানা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষানানুরাগী ও সমাজকর্মী এম এম আনোয়ারুল ইসলাম এবং অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ঠ্য ব্যাংকার, শিক্ষানানুরাগী, সংবাদ ও উন্নয়ন কর্মী এস. এম. রবিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম। আলোচনা করেন নবনির্বাচিত কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক এস. এম. মুজিবর রহমান, বিদায়ী কমিটির সহ সভাপতি টি. এম সিরাজুল ইসলাম, নব নির্বাচিত কমিটিরসহ-সভাপতি এস. এম সিরাজুল ইসলাম, দাতা সদস্য মো: জহুরুল হক, ইউপি সদস্য মো: হাফিজুর রহমান, শিক্ষানানুরাগী এস এম জাহাঙ্গীর আলম, এ এম আশরাফুজ্জামান, ব্যাংকার টি এম সোহেল সাজ্জাদ (রুমেন), সমাজসেবক খন্দকার মোস্তাক আহম্মেদ। এ সময় কমিটির সদস্য এ. এম মনিরুল ইসলাম,মল্লিক অলিয়ার রহমান, মো: লিটন মোল্যা, জান্নতুল ফেরদৌস (মায়া), মোসা: দিলরুবা ইয়াসমিন, এমদাদুল হক, বাবু বিশ্বাসসহ এলার সুধীজনদের উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম. রবিউল আলমতার বক্তব্যে সকলকে কর্মক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার, আইন, বিধি ও নীতি পরিপালন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্থবায়ন করে প্রশাষনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করার এবং শিক্ষার মান, শিক্ষার পরিবেশের বৈচিত্র ও বহুমুখি করণ করার পরামর্শ প্রদান করেন।