মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচি অনুযায়ী আগামী ০১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কালোব্যাজ ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।