পুলিশের দায়ের করা বিষ্ফোরক আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন১৫(৩), ২৫(ঘ) করা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামিকে ১ দিনের বিমান্ড এবং বাকি ১জন অসুস্থ থাকায় তাকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৩ আগস্ট) মাগুরা জজ আদালতে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির এ আদেশ দেন।
উল্লেখ্য গত ৩- ৮- ২৩ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে মাগুরায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন। পরবর্তীতে এস,আই সাব্বির হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে ৪৮ জনের নাম সহ অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত এজহারভুক্ত ১০ এবং অজ্ঞাতনামা ১ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন পুলিশ। উক্ত মামলায় গ্রেফতারকৃত ০৫ আসামির রিমান্ড আবেদন করে পুলিশ। রবিবার ৫ জনের রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।