খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান রাজেশ ও ছাত্রনেতা রাহুল শাররিয়ারের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। রবিবার (১৩ অগস্ট) বাদ যোহর দলীয় কার্যালয়স্থ আজমীরি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য চৌধুরী মোঃ রায়হান ফরিদ, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ৈ সজল, জহির আব্বাস, জাকিয়ার রহমান ওমান, মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, বায়জিদ সিনা, ইবনুল হাসান, মশিউর রহমান বাদশা সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মরহুম নাজিবুর রহমান নাজু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।