প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে “স্মার্ট ইউনিয়ন ম্যানেজমেন্ট সিস্টেম” বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার তালায় জরিপের কাজ শুভ সূচনা করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে তালা উপজেলা খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি গ্রামের প্রতিবন্ধী ও হতদরিদ্র মুনসুর শেখের বাড়িতে খানা জরিপের কাজ সূচনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন।
এসময় উপস্থি ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, এসিসট্যান্ট প্রোগ্রামার ইমরান হোসের, সাবেক খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার ইমান আলি, ইউনিয়ন পরিষদের সচিব সেখ রেজাউল করিম,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লিয়াকত হোসেন, প্রকাশ দালাল,জিয়াউর রহমান,আওঙ্গজেব,আব্দুল জলিল,সাহাদৎ হোসেন,আবু হাসান,বিকাশ মন্ডল,সেলিম হোসেন, নাছিমা খাতুন,পারভীন বেগম, শিরিনা খাতুন প্রমূখ।
প্রনব ঘোষ বাবলু বলেন,স্মার্ট ইউনিয়ন ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন হলে ডিজিটালাইজেশন,ডাটা সমন্বিতকরণ ও সিস্টেমেটিক তথ্য ব্যবস্হাপনা স্হাপনের মাধ্যমে খলিলনগর ইউনিয়নে সরকারের সকল আর্থসামাজিক ও অবকাঠামো মূলক উন্নয়ন কার্যক্রম এবং ইউনিয়নের অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্হাপনার সুষ্ঠু তদারকি ও যথাপযুক্ত ব্যবহার নিশ্চিত পুর্বক গ্রামীণ অর্থনীতিতে ভারসাম্যমুলক দ্রুত গতির প্রবৃদ্ধির সুফল নিশ্চিত করা যাবে। এর ফলে পরিষদের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগনের সেবা পেতে কোন ভোগান্তি হবেনা।