মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
এসময় সকাল সাড়ে ১০ টায় আসাদুজ্জামান মিলনায়তনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমজীবী এবং সুধীজনদের উপস্থিতিতে মত বিনিময় এবং আলোচনা সভা, বঙ্গবন্ধু এবং তার পরিবারের রুহের মাগফেরাতে দোয়া মাহফিল এবং চৌরঙ্গী মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়জনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।