১৯৮৯-৯০ মৌসুমে নাপোলিকে সেরি আ লিগ শিরোপা জিতিয়েছিলেন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা। এরপর তিন দশকের বেশি সময় ধরে শিরোপা জিততে ব্যর্থ হয় ইতালির ক্লাবটি। দীর্ঘ ৩৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ন্যাপলস শহরের ক্লাবটিকে চ্যাম্পিয়ন করেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। এবার সেই নাপোলি কোচ স্পালেত্তিকে ইতালি জাতীয় দলের দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
শুক্রবার (১৯ আগস্ট) নাপোলিকে শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তির হাতে আজ্জুরিদের দায়িত্ব তুলে দিয়েছে ইতালি। গত সপ্তাহে জাতীয় দল থেকে পদত্যাগ করা রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হচ্ছেন এ কোচ।
নাপোলিকে লিগ জেতাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল স্পালেত্তিকে। আগের মৌসুমেই কৌলিদু কুলিবালি, লরেঞ্জো ইনসিনিয়ে ও ফ্যাবিয়ান রুইজের মতো বড় তারকারা নাপোলি ছাড়েন। সেরা ফুটবলারদের হারিয়েও জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, এএস এ রোমার মতো জায়ান্ট ক্লাবগুলোকে হারিয়ে ন্যাপলসকে লিগ শিরোপা উপহার দেন স্পালেত্তি।
নাপোলির বড় তারকাদের হারিয়েও ভাঙাচোরা দুর্বল দলকে আরও শক্তিশালী করেন স্পালেত্তি। মোটা অঙ্কের টাকা খরুচ করেনি খেলোয়াড় কিনতে। ম্যারাডোনার সাবেক ক্লাবকে নিয়ে শুরু করেন আক্রমণাত্মক ফুটবল। ইতালিয়ান সেরি আ লিগের চিরাচরিত রক্ষণ কৌশলকে পরিত্যাগ করেন স্পালেত্তি।
৩৩ বছর পর ন্যাপলস শহরে শিরোপা এনে দেওয়া কৌশলে পটু স্পালেত্তিকেই নির্বাচন করেছে ইতালি। ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপে তার পরিকল্পনায় টানা দ্বিতীয় শিরোপা জিতবে বলে আশাবাদী ইতালি ফুটবল ফেডারেশন।