নগরীর বপল্লী অডিটোরিয়ামে শুক্রবার (২৫ আগষ্ট) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায়-অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে খানজাহান আলী থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মুফতি ইমরান হোসাইন,যুগ্ন-সাধারন সম্পাদক আবু গালিব, সহসাধারন সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, মোমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মইন উদ্দিন।
তৃণমূল প্রতিনিধি সম্মেলন সোনাডাঙ্গা থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদকমোঃ কবির হোসেন হাওলাদার এর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার শেখ মারুফ রহমান, আলাউদ্দিন সরদার, ইউসুফ গাজী, শেখ আমিনুর ইসলাম, নাজমুল ইসলাম, সামিম ইসলাম, সোরাফ হোসাইন প্রমুখ।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আগামী ৩ সেপ্টেম্বর খুলনায় চরমোনাই’র সমাবেশ সফলে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।