‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষ এর অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন, সহকারী প্রাথমিক অফিসার আমিনুল ইসলাম, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিলন বাড়ৈ।
এ সময় উপস্থিত ছিলেন সুপার ভাইজার রবীন হীরা, রাজু আহম্মেদ, সুমন চৌধুরী, সুমন ম-ল, শাহানারা সুলতানা লাবনী, বিপ্লব ম-ল, দীন ইসলামসহ এডুকেশন প্রোগ্রামের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।