ডুমুরিয়া বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ আসিফ রহমানের নেতৃত্বে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় বাজার পরিদর্শন করেন।
ডুমুরিয়া বাজার ও পুরাতন হাট বাজারের কাঁচাবাজার, মাছ-বাজার, ও পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের সিন্ডিকেট ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন, আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান এসময় অফিস সহকারী আবুজার জনপ্রতিনিধি,বাজার কমিটি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।