আসন্ন সারদীয় দুর্গোৎসব উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীর ৭ ইউনিয়নের সকল পূজা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী থানার ওসি এ, এইচ, এম কামরুজ্জামান খানের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক শেখর ভক্ত, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মণ্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, চিতলমারীতে বিগত বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণ ভাবে সারদীয় দুর্গা উৎসব পালনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। তিনি সার্বজনিন এ উৎসবকে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।