“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কন্যা শিশু খেলনা নয়, যত্ন নিলে রত্ন হয় ও সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার এ সব লেখা ফেস্টুন, ব্যানার নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করে।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। আরো বক্তব্য রাখেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা নিলুফা ইয়াসমিন। এসময় সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।