বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরণের লক্ষে প্রাথমিক স্তরের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় খড়িয়া-আরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারের নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। এ সমম উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপলক ঢালী, নীতি রানী চৌধুরী, রিনুলতা খান, প্রান্তি মণ্ডলসহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। প্রসঙ্গত, ইতোপূর্বে প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফরম, কেডস, টিফিন বক্সসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।