সাতক্ষীরায় বাংলাদেশে তৃণমূল সিএসওর সহায়ক পরিবেশ সৃষ্টি: আইন, বিধি-বিধান, প্র বিধান এবং নীতি বাস্তবয়নে সার্বিক চ্যালেঞ্জ ও সুপারিশমালা গবেষণার ফলাফল বিষয়ক অনবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরে লেকভিউতে ভুমিজ ফাউন্ডেশনের আয়োজনে অবহিতকরণ কর্মশালায় আইডিয়ালের পরিচালক ডা: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন ভুমিজ ফাউন্ডেশনের সুশিল প্রকল্পের ডিস্ট্রিক কো অডিনেটর দে অঞ্জন কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আশীষ কুমার মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণের উপসহকারী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের ম্যানেজার মৌসুমী বিশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসমুস সাকিব প্রমুখ।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের রিসার্চ ডিরেক্টর ড: এম সানজীব হোসেন।
বক্তরা বলেন, উন্নত দেশগুলো গবেষণার প্রতি বেশি ফোকাস করে থাকে। কাজেই গবেষণার ফলাফল দেশের কল্যাণে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়ন যাতে সাধারণ জনগণের দোমড়ানো গোড়াই পৌছায় সেজন্য গবেষণা করতে হবে। সিভিল সোসাইটি সরকারের উন্নয়নে সহযোগিতা করে থাকে এই ধারা যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে আলোকপাত করেন বক্তরা।