খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
তিনি বলেন, সৃজনশীলতা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো ভাস্কর্য। শিল্পচর্চায় ভাস্কর্যের অবদান অনন্য। এটি কোনো কিছু সৃষ্টির সাহস দেয়। ভাস্কর্য দেখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়। তিনি নবীন শিক্ষার্থীদের কর্মের মাধ্যমে শিল্পচর্চায় সৃজনশীলতার উৎকর্ষতা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় ও ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শান্তনু মন্ডল।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার্সের ইশরাত জাহান স্বপ্নীল, ২০ ব্যাচের আবরার জাহিন সিয়াম, ২১ ব্যাচের রাওয়ান সুলতানা মাহা ও ২২ ব্যাচের সৌরভ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী মারিয়া আক্তার।
অনুষ্ঠানে নবীন দুই ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।