দেশের মাটিতে নিয়মিতই একের পর এক কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। দেশির গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিশাল ভক্তকূল আছে তার। তাই এবার গান শোনাতে ছুটেছেন বিদেশে। মঙ্গলবার সকালের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জেমস।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জাগো নিউজকে জানান, সুইডেন ও ডেনমার্কে দুটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। ২৮ জুন গাইবেন সুইডেনের স্টকহোমে ও ২৯ জুন গাইবেন ডেনমার্কের কোপেনহেগেনে। এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্ট।
রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থান করছি। ২৮ জুন সুইডেনের স্টকহোমে গাইতে যাবেন জেমস ভাই। ওই শো শেষে ফিরে এসে পরের দিন ২৯ জুন ডেনমার্কে শো করবেন। ১ জুলাই ঢাকায় ফেরা হবে। ৪ জুলাই কক্সবাজারে আরেকটি শোতে অংশ নিবেন জেমস ভাই।’
চলতি বছরের শুরু থেকে জেমস ও তার দল মূলত দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এরমধ্যে গত ১ মে প্রথমবারের মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সামনের ছয় মাস দেশের বাইরে বেশ কিছু শো’র আমন্ত্রণ রয়েছে জেমসের। এমনটাই জানালেন ব্যবস্থাপক রবিন।