সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভুমিকাই মুখ্য : শেখ হেলাল | চ্যানেল খুলনা

শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভুমিকাই মুখ্য : শেখ হেলাল

ফকিরহাট এখন স্মার্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশে যে দুটি উপজেলাকে স্মার্ট হিসেবে ঘোষণা করা হয়েছে তার একটি হলো ফকিরহাট। আমি শুভদিয়ায় আগেও এসেছি। একসময় শুভদিয়া ছিলো রক্তাক্ত জনপদ। আজ সেখানে আলো জলছে। একটি শিক্ষাংগন পারে একটি জনপদকে বদলে দিতে। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজই তার জলন্ত প্রমান। শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভুমিকা ও করনীয় বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা তুলে ধরেন বাগেরহাট-১ আসনকে সাংসদ শেখ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের আয়োজনে মত বিনিময় সভায় শেখ হেলাল উদ্দীন এমপি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দাশ এর ভূয়শী প্রশংসা করেন তাঁর বক্তৃতায়। ফকিরহাট উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ।

সভাপতি স্বপন কুমার দাশ সবাইকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, ইংরেজি ২০০০ সালের ৩০জুন এই কলেজের যাত্রা শুরু। অনেক চরাই উৎরাই পেরিয়ে আজ কলেজটি সরকারি। একটি নুতন সভ্যতা জন্ম দিতে পারে একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেই স্বপ্নকে লালন করে রোপন করেছিলাম বীজ। আজ বাইশ-তেইশ বছরের ব্যবধানে এসে সেই কলেজ একটা পুর্নাঙ্গ কলেজ। আমরা আগামী দিনে এই কলেজকে একটা বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে দেখতে চাই।

মতবিনিময় সভার মুখ্য আলোচক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সরকারের গৃহিত শিক্ষা ব্যবস্থাপনায় নতুন কারিকুলাম প্রশংসনীয় এবং বাস্তবসম্মত উল্লেখ করে তা বাস্তবায়ন পুর্বক আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভুমিকাই সবার উপরে বলে মন্তব্য করেন।

সভার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি পরিচালক (খুলনা অঞ্চল) প্রফেসর শেখ হারুনর রশীদ,ড. বিশ্বাস শাহীন আহমেদ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর, বাগেরহাট জেলা প্রশাসক মুহা: খালিদ হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এদিন সকালে শেখ হেলাল উদ্দীন এমপি শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আসার পথে প্রথমে শুভদিয়ায় কুমারখালি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কার্যালয় ও শুভদিয়া কুমারখালি বিঘাই মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করেন। প্রধান অতিথিকে সেখানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রাস্তার দুপাশে হাজারো জনতা লাইন দিয়ে অপেক্ষা করেন প্রধান অতিথির গাড়ী বহরের। কলেজ গেটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রধান অতিথি ও তাঁর সংগীরা। এরপর একেএকে কলেজের নামফলক উন্মোচন, শেখ রাজিয়া নাসের একাডেমিক ভবন ও রুপা চৌধুরী লাইব্রেরি ঘুরে প্রধান অতিথি অতিথিবৃন্দ সমন্বয়ে মতবিনিময় সভা মঞ্চে উপবিষ্ট হন। মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি দপ্তর প্রধান, ভাইস চেয়ারম্যানদ্বয়, সকল ইউপি চেয়ারম্যানগন,উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ,গণমাধ্যমকর্মী, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

রামপালে অসহায় পরিবারের গরু-ছাগল ফেরত পেতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।