বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সাত ইউনিয়নের ১৫২ টি মন্দিরে উপহার হিসেবে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।
মহা সপ্তমী থেকে শুরু করে মহা নবমী পর্যন্ত চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে উপজেলা সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের ও শারদীয় শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সনাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগি- ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।