প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ”। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রেখেছে খুলনা জেলা মৎস্য দপ্তর।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর আওতায় খুলনা জেলার রুপসা, ভৈরব,আতাই ও মধুমতি নদীতে জেলা মৎস্য অফিসার জয়দেব পাল এর নেতৃেত্ব অভিযান পরিচালনা করা হয় । অভিযানে অবৈধ আনুমানিক ৭৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে ৪নং ঘাট এলাকায়পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে ১৩ অক্টোবর খুলনা জেলার রূপসার আঠারোবেঁকী ও আতাই নদীতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, নদীতে ইলিশ মাছ শিকারীদের মাছ শিকারে বিরত রাখতে মৎস্য দপ্তর, উপজেলা ও জেলা প্রশাসনের সাথে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালিন সময় উপস্থিত ছিলেন খুলনা জেলার রুপসার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাস, এবং দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা কোস্ট গার্ডের একটি চৌকস দল।
উল্লেখ্য ইলিশ মাছ শিকার থেকে প্রান্তিক জেলেদের ভিজিএফ এর আওতায় প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখতে বিশেষভাবে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।