আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির যে সমাবেশ রয়েছে। ইতোমধ্যে সেই সমাবেশে যোগ দিয়েছেন জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। তারা পরিবার থেকে বিদায় নিয়ে গেছেন। তার অর্থ কি? তারা আমাদের অর্জনগুলো, জাতির ও দেশের অর্জনকে নস্যাৎ করতে চায়। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথাগুলো জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল দেশের প্রথম কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন টাকে জামায়াত-বিএনপি সহিংসতা করার প্রস্তুত নিয়েছে। স্বাভাবিকভাবে দেশবাসীর কাছে নানা আশংকা জন্ম দিয়েছে।
জামায়াত বিএনপির অপশক্তি দেশে কোন বিশৃঙ্খলা না ঘটাতে পারে। সেই জন্য আমরাও প্রস্তুত আছি জনগণকে পাশে নিয়ে। আওয়ামী লীগ জনগণের দল হিসাবে, আমরা জনগণের পাশে আছি। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি দল হিসাবে আমরা রাজপথে থাকবো। মানুষের জানমাল রক্ষার স্বার্থে। জনগণ ও আমাদের সঙ্গে থাকবে।