শুক্রবার (৩ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাদ জুম্মা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে ১৯৭৫ সালের এদিনে কারান্তরীণ অবস্থায় নিহত মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।