ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত কালিগঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। স্থানীয় ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত দশটি নৌকা বাইচ দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। গ্রামীন জনজীবনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এদিন বিকেলে কালীগঙ্গা নদীর তীরে হাজার হাজার নারী পুরুষ জড়ো হয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই উপভোগ করে এ প্রতিযোগিতা। মাদক থেকে তরুণ যুবসমাজকে দুরে রাখতে ডহর মৌভোগ এলাকাবাসী দ্বিতীয়বারের মত এ আয়োজন করে বলে জানান ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
ইউপি সদস্য সুশংকর তরফদার, নীতিশ ঢালী,সন্ধ্যা রানী মন্ডল, আওয়ামী লীগ নেতা অনীল কৃষ্ণ রায়, প্রভাষক অনির্বাণ রায়, ইন্জিনিয়ার শিমুল বালা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে শেষ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হয় তেরোখাদা উপজেলার নলমারা যুবসংঘ। যৌথ ভাবে রানার্সআপ হয় ফকিরহাটের নলধা ও মোল্লাহাটের কোদালিয়া হতে আগত দলটি।