‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্কভিটা) চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমবায়ী শেখ আসাদুজ্জামান, শুভঙ্কর রায় প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।