বাগেরহাট জেলা জর্জ কোর্টের স্বনামধন্য আইনজীবী ও চিতলমারীর কৃতি সন্তান প্রতাপ মণ্ডল জীবিত থেকেই নিজের দৃষ্টি নন্দন সমাধী নির্মান করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
উপজেলার গরীপুর গ্রামের এ্যাডভোকেট প্রতাপ মণ্ডলের নব-নির্মিত ভবনের আঙিনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ফলকের আদলে নির্মান করেছেন নিজের দৃষ্টি নন্দন সমাধী সৌধ। গোল আকৃতির এই সমাধী সৌধে স্থাপন করেছেন কারুকার্জ সংবলিত নিজের দৃষ্টিনন্দন ভাষ্কর্য।
জীবিত থেকেও নিজের সমাধী সৌধ তৈরি করার বিষয়ে এ্যাডভোকেট প্রতাপ মণ্ডল বলেন, এলাকার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও প্রিয় শিক্ষকদের মৃত্যুর পরে তাদের সমাধী অবহেলায় পরে থাকার বিষয়টি তাকে খুব কষ্ট দেয়। যাতে মৃত্যুর পর স্বজনেরা শেষ ইচ্ছার স্বীকৃতি হিসেবে নিজের নির্মিত সমাধী সৌধে তার শেষ কৃত্য সম্পন্ন করে সে ইচ্ছা থেকেই তিনি এ সমাধী নির্বান করেণ।
এ ছাড়াও তিনি জীবিত থাকা অবস্থায়ই নিজের অন্নদান অনুষ্ঠান করার ইচ্ছাও পোষণ করেছেন। নিজে জীবিত থেকেই নিজের সমাধী তৈরির বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।