সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

শেখ মাহতাব হোসেন:: পল্লীকবি জসিমউদ্দীন দরদি মনে ধানক্ষেত কবিতায় লিখেছেন- 'পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সঙ্কেত, সবুজে হলুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত। কবির লেখা ওই পঙ্ক্তিগুলোর বাস্তবতা এখন দৃশ্যমান হচ্ছে ডুমুরিয়া উপজেলার সর্বত্রই। শোভনা টিপনা চরাঞ্চলসহ বিস্তীর্ণ আমন ফসলের মাঠে ঢেউয়ের মতোই খেলে যাচ্ছে সবুজ পাতা ও সোনালি শীষ। আর এসব আমনের সোনালি শীষের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন।

সোনালি-সবুজের সমারোহের পাশাপাশি হেমন্তের বাতাসে ধানক্ষেতের সবুজ ঢেউ যেন উপজেলার প্রান্তিক কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। কয়েক দিনের মধ্যেই শীষে দানা গঠন শুরু হয়ে পরিপক্ক হয়ে উঠবে। আর সোনালি শীষ দেখে আনন্দে বুক ভরে উঠবে কৃষকের। কদিন পরেই সবুজ ধানগাছ ও শীর্ষ হলুদ বর্ণ ধারণ করে ফসল কাটার উপযোগী হবে। এরপর সোনালি ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ। রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষি মাঠে সোনালি-সবুজের সমারোহ, আবার কিছু মাঠে জলাবদ্ধতায় ধান পচে বিরণভূমিতে পরিণত হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগের হাত থেকে বেঁচে যাওয়া ধানের প্রতিটি ক্ষেতে শীষ উঁকি দিচ্ছে। এমন পরিস্থিতিতেও আশায় বুক বেঁধে ওই সব ফসলের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আবার কেউ কেউ কৃষি মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা, সার, কীটনাশক প্রয়োগ, -আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, চলতি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সরকারি প্রণোদনাসহ অনুকূল আবহাওয়ায় এ বছর আমন ধানের ফলন ভালো জমিতে আমনের বাম্পার ফলন হবে বলেও মন্তব্য করেন তিনি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিআইসির সভা অনুষ্ঠিত

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন উদ্বোধন

ডুমুরিয়ায় তাল গাছ থেকে পড়ে এক মজুরের মৃত্যু

সাংবাদিক এম এ জলিলের বড় বোনের মৃত্যুতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে : মাওঃ আব্দুল আউয়াল

পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।