বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা এলাকা থেকে আবু হানিফ শেখ (১১) নামে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেহগনি গাছের ডালের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানাে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী ওই শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে।
মৃত আবু হানিফ উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, খবর পেয়ে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ তালুকদার সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃতের পরিবার জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা এর মধ্য যেকােন সময় ওই ছাত্র বাড়ির পাশে মেহগনি গাছের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে স্বজনরা জানান।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে. আশরাফুল আলম বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।