আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নড়াইল ১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন ৩ বার নির্বাচিত সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-১ আসন কালিয়া উপজেলা ও সদরের ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত আর এই আসনে টানা ৩য় বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি ।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন বিএম কবিরুল হক মুক্তি। পরের ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।
বোরবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় নড়াইল ১ আসনে বি এম কবিরুল হক মুক্তির নাম ও ঘোষণা করেন তিনি। এ টানা তিন বার দলীয় প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে।
বি এম কবিরুল হক মুক্তি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমেদ এর কনিষ্ঠ পুত্র ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য। গত ১৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে ভোটের মাঠে নিজেকে রেখেছেন এগিয়ে। যার কারণে রয়েছে বিশাল ভোট ব্যাংক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কালিয়ায় আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।