বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দিত্ব থেকে নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে বুধবার (২৯ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালিত হবে। জনগুরুত্বপূর্ণ এ অবরোধ কর্মসূচি স্বতস্ফূর্ত সফলের লক্ষ্যে মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহন করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, মোঃ মিরাজুর রহমান, সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিন্টু, শহিদুল ইসলাম, এ কে আজাদ, মোল্লা আইয়ুব হোসেন, রাহাত হোসেন কচি, শফিকুল ইসলাম বাচ্চু, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, গাজী শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান লোটাস, আব্দুর রব আকুঞ্জি, এসএম মারুফ আহমদ, বাহাদুর মুন্সী, মোঃ রুবেল মীর, মোঃ হিরন, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, আসলাম ঢালী, ফিরোজ মাহমুদ, হেলাল উদ্দিন, মিল্টন রায়, মোঃ ইমরান খান, আব্দুস সামাদ, আম্মার হোসেন রাজু, আবু জাফর, শাহিন মোল্লা, শফিকুল ইসলাম শফিক, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, ইজরাইল বাবু ও রাজু আহমেদ প্রমুখ।
এদিকে, বুধ্বার (২৯ নভেম্বর) বিএনপি’র ডাকা অবোরধে স্বতস্ফূত সমর্থন জানাতে খুলনাবাসীর প্রতি আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।