“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা,জয়িতা সম্মননার পাশাপাশি বাল্যবিবাহ হতে রক্ষা পাওয়া ১০ জন কিশোরীকে বাইসাইকেল প্রদান, আদর্শ দম্পতি সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে র্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী প্রমুখ। আলোচনা সভা শেষে রাফিজা খাতুন, বিপাশা বিশ্বাস সালেহা, বেগম কহিনুর বেগম, ফিরোজা খাতুনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয় এবং আদর্শ দম্পতি হিসেবে পুরস্কৃত হন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মোল্লা ও শিউলি সুলতানা।