বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী-পতিত-রোপা আমন প্যাটার্নভিত্তিক বাস্তবায়িত রোপা আমন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় আট্টাকী ব্লকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের খুলনা অঞ্চলের আঞ্চলিক মনিটরিং অফিসার মো. জাহাঙ্গির হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন, কৃষক আলতাফ হোসেন, এসএ কালাম, জাহাঙ্গির হোসেন। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানিরা মোস্তারী, ফয়জুন্নেছা খাতুন সহ গনমাধ্যকমকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্যে গুনগত ও মানসম্মত তেল উৎপাদনে উদ্বুদ্ধ করেন। এছাড়া পতিত জমি চাষাবাদের আওতায় আনার পরামর্শ দেন, স্বল্প মেয়াদী ধান চাষের পাশাপাশি সূর্যমুখি সহ অন্যান্য ফসলের চাষ করার জন্যও কৃষকদের উৎসাহিত করেন। কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সার্বিক সহযোগিতার কথাও জানান কৃষি কর্মকর্তারা।