বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০:০০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। আলোচনা সভার শুরুতে উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় সভাপতি মহোদয় ছাড়াও বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দিপঙ্কর রায়, উৎপল কুমার দাস, মোসাঃ আতাউন্নেসা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্রশেখর অধিকারীসহ প্রমুখ।
আলোচনা সভায় সকল বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যে সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাৎ কামনা করেন। তিনি বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং শহিদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরা। আলোচনা সভার শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।