খুলনার পাইকগাছার লতায় প্রতিবেশীর বিরুদ্ধে পৈত্রিক ভোগদলীয় সম্পত্তিতে জোর পূর্বক ঘেরা বেড়া দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষ দেবাশীষ ঢালী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানি গ্রামের মৃত্যু বিরেন্দ্রনাথ ঢালীর পুত্র অলোকেশ ঢালী দীর্ঘ দিন যাবত হানিমুনকিয়া মৌজায় ৩০২/৩৮০ খতিয়ানের ৪৪২,৪৪৩,৪৪৪ দাগের তার পৈত্রিক সম্পতিতে বাড়ি ঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে।
ঘটনার দিন সোমবার সকালে প্রতিপক্ষ একই এলাকার সুবোল চন্দ্র ঢালী ও তার দুই ছেলে দেবাশীষ ঢালী এবং আশীষ ঢালী গংরা অলোকেশের জমিতে জোর পূর্বক ঘেরাবেড়া দিয়ে জবর দখল করার চেষ্টা করে। এ সময় অলোকেশের পরিবার বাধা প্রদান করলে প্রতিপক্ষরা গালা গালিসহ হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় অলোকেশ চন্দ্র ঢালী বাদি হয়ে প্রতিপক্ষ সুবোল চন্দ্র ঢালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ওসি ওবাইদুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।