সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা পেয়েছেন পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী মহাসিনা শিরিন। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু’র সহধর্মীনি ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাঁদনী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে বয়রাস্থ খুলনা পাবলিক কলেজ অডিটরিয়ামে ২০২২-২৩ কর বছরে খুলনা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা মহিলা করদাতা হিসেবে মহাসিনা শিরিনকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।
কর অঞ্চল খুলনার কর কমিশনার সিরাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি কাজি আমিনুল হক।
এদিকে সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা লাভ করায় মহাসিনা শিরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।