ডুমুরিয়ায় বিএসটিআই’র অনুমোদিত কাপড়ের দোকানে সঠিক মাপকাঠি না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার সময় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিস মমতাজ এর নেতৃত্বে ডুমুরিয়া বাজারে অভিযান পরিচালনায় ডুমুরিয়া বাজার কাপড় পট্টিতে লাল মিয়ার দোকানে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, মোবাইল কোর্ট মামলা নাম্বার ৬/ ২০ ২৪ দন্ডবিধি ১৮৬০ ও ২৬৫ ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়েছে।এছাড়া ডুমুরিয়ায় বেকারির কারখানায় অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে তাদেরকে পরিষ্কার রাখার সতর্কবাণী দেয় বিএসটিআই।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা ভূমি অফিস সহকারী মোঃ নাঈম প্রীতিশ ও জাকির হোসেনসহ এক প্লেটন বাংলাদেশ বিজিবি।