বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক খাঁন শামিম জামান পলাশের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় শাহ্ আউলিয়াবাগ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শাহ্ আউলিয়াবাগ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে।
এসময় মরহুমের স্মৃতিচয়নে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, আব্দুর রাজ্জাক, সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলহাজ আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো. মনি মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, পৌর কৃষকলীগের আহবায়ক মো. লিটু সরদার, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, এ্যাড. হিটলার গোলদার, মোঃ ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন ও বিভিন্ন জনপ্রনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, ফকিরহাট উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খাঁন শামসুর রহমানের ছেলে খাঁন শামিম জামান পলাশ গত বুধবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে নিজ বাসভবন বালিয়াডাঙ্গায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারসহ নানা জটিলরোগে আক্রান্ত ছিলেন।