পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা- বোরো প্যাটান ভিত্তিক সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সলুয়া’য় বারী সরিষা-১৪ ফসলের উপর এ মাঠ দিবস কারিগরি আলোচনা সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষক শিবপদ দাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার (বিএডিসি)’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বরাজ উদ্দীন, ইয়াছিন আলী, এনামুল হক, নাহিদ হোসেন, আফজাল হুসাইন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আছাদুল ইসলাম, ফসিয়ার রহমান, প্রবীর বিশ্বাস, রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, কৃষক কেসমত আলী, শাহাদাৎ হোসেন ও লাবনী দাশ।
মাঠ দিবসে কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, দেশে ভোজ্য তেলের ৯০ ভাগ আমদানী করতে হয়। গত অর্থ বছরে ৪১ হাজার কোটি টাকার তেল ও তেল বীজ আমদানী করতে হয়েছে। আমদানী নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বল্প চাষে স্বল্প দিনে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নাই। এ জাতীয় ফসলে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়া সহ কৃষকরা লাভবান হয়।