সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কে হচ্ছেন খুলনার সংরক্ষিত ১১ আসনের মহিলা সংসদ | চ্যানেল খুলনা

কে হচ্ছেন খুলনার সংরক্ষিত ১১ আসনের মহিলা সংসদ

চলতি বছরের শুরুতেই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ভোট। ইতিমধ্যে দ্বাদশ সংসদে নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করছেন। আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। ওই দিন বেলা সাড়ে ৩টায় নতুন-পুরাতন এমপিদের পদচারণায় মুখর হবে জাতীয় সংসদ। সংসদের প্রথম অধিবেশনে ফাঁকা থাকছে সংরক্ষিত ৫০টি মহিলা আসন। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে সংরক্ষিত ৫০ নারী আসনে ভোটের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নিয়মানুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপিদের নির্বাচিত করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে তফশিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। যেহেতু গত ১১ জানুয়ারি মন্ত্রী পরিষদ গঠনের ফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন চলাকালীনের মধ্যে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নিবার্চনের কার্যক্রম শুরু করবে।

সে লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য প্রার্থীদের খুঁজতে শুরু করেছে আওয়ামী লীগ। খুলনা ও বাগেরহাট জেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংরক্ষিত আসনে মহিলা এমপি কারা হচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে দুটি জেলায় শুরু হয়েছে আলোচনা। জাতীয় সংসদের সংরক্ষিত আসন-১১ (খুলনা-বাগেরহাট) মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতোমধ্যে সম্ভাব্য হাফ ডজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক সংসদ ও দলের একাধিক নেত্রী। খুলনা-বাগেরহাটের এই আসন থেকে সংসদ সদস্য হতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা।

জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য যাদের ত্যাগ রয়েছে। এছাড়া সাবেক ছাত্রনেত্রী, শিক্ষক, দলের জন্য নিবেদিত অন্যান্য কর্মী বিশেষ করে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ নেত্রীরা প্রাধান্য পাবে।

খুলনা ও বাগেরহাট জেলা নিয়ে গঠিত সংরক্ষিত ১১ নম্বর আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, দশম সংসদের সাবেক সংরক্ষিত মহিলা সংসদ হেপী বড়াল, একাদশ সংসদের সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ঢাকা মহানগর মহিলা আওয়ামী নেত্রী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদে খুলনা-৩ আসন থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহকারী ও জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা ু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুসি।

অধ্যাপক রুনু ইকবাল বিথার বলেন, আমি খুলনা-৩ আসনে নির্বাচন করার উদ্দেশ্যে অনেকদিন গণসংযোগসহ নির্বাচনী কর্মকাণ্ডের পাশাপাশি পাটকল শ্রমিক অধ্যাশিত এলাকার মানুষদের বৃথার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দরিদ্র কর্মহীন এবং নিম্ন আয়ের মানুষকে সর্বাক্ষনিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাড়িছে । ৭ জানুয়ারীর নির্বাচনে দল অন্য একজনকে মনোনয়ন দিয়েছে। দলের জন্য নিবেদিত হয়ে অনেকদিন ধরে কাজ করছি। আমি সংরক্ষিত সংসদ সদস্য হতে আগ্রহী এবং দলের কাছে আগ্রহের কথা জানিয়েছি।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট গ্রোরিয়া ঝর্ণা সরকার বলেন, খুলনা-১ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দল আমাকে দেয়নি। আমি সংরক্ষিত সংসদ সদস্য ছিলাম। এবারও মনোনয়নপত্র সংগ্রহ করবো।

ফাতেমা জামান সাথি বলেন,আমি সব সময় দলের হয়ে কাজ করি। দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করি। দল আমাদের সাংগঠনিক সম্পাদককে মনোনয়ন দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আর সেই লক্ষ বাস্তবায়নে আমি দলের নীতিনির্ধারণী ফোরামে খুলনা ও বাগেরহাট নিয়ে গঠিত সংরক্ষিত আসন-১১ এর সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছি।

সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হেপী বড়াল বলেন,আমি আগে মহিলা সংসদ সদস্য ছিলাম। সব সময় দলের হয়ে কাজ করে চলছি। আমি আমার আগ্রহের কথা উপর মহলে জানিয়েছি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুরান্ত।

আওয়ামী লীগ নেত্রী নাজনীন নাহার কণা বলেন, নেতাকর্মীরা চাইছে আমি প্রার্থী হই। আমি নিজেও আগ্রহী। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসন রয়েছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২২৩টি। প্রতি ৬ আসনে একজন করে সংরক্ষিত মহিলা এমপি নির্বাচিত করার বিধান আছে। সে হিসেবে আওয়ামী লীগ পাবে ৩৭টি আসন। জাতীয় পার্টি ১১ এমপির বিপরীতে পাবে ২টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে তারা পাবে ১০টি আসন। তবে একটি করে আসন জেতায় ওয়ার্কার্স পার্টি,জাসদ ও কল্যাণ পার্টি সংরক্ষিত কেনো আসন পাবে না।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে : তারেক রহমান

ভেদাভেদ ভূলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মাওঃ রফিকুল

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি

বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি : আজিজুল বারী হেলাল

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে সর্তক, সজাগ থাকতে হবে: তুহিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।