পাইকগাছায় জেলে নারী ও বাঁশ-বেতের পণ্য তৈরীকারী ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়িত অল্টার প্রকল্প ফেজ-২ এর আওতায় এ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ২০টি জেলে নারী দলকে ৪৫ হাজার টাকা ও ১০টি ঋষি দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সুফলভোগীদের মাঝে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল, সাকিব শেখ, কমিউনিটি মবিলাইজার নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল।
উল্লেখ্য, অ্যাওসেড এর অল্টার প্রকল্প থেকে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী এবং জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত বীজ, সার, চারা গাছ ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।