সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকা থেকে এক ভ্যান চালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহত ভ্যান চালক মো. মারুফুল শেখ (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মানছুরা বেগমের দাবী সে আত্মহত্যা করেছে।

নিহত ভ্যান চালক মারুফুল শেখ উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকার নুর ইসলাম শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, সোমবার রাতের খাবার খেয়ে মারুফুল ও স্ত্রী মানছুরা বেগম ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে তার স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনি খাটের উপর তার স্বামীকে অচেতন অবস্থায় পড়ে দেখতে দেখেন। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে মারুফুল শেখকে উদ্ধার করে মানসা একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের গলায় দাগের চিহ্র পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এছাড়া ঘরের আড়ার সাথে একটি রশি ঝুলানো অবস্থায় দেথা গেছে বলে জানান।

নিহত ভ্যান চালকের স্ত্রী মানছুরা বেগম জানান, তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের কোন এক সময় তার স্বামী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রশি ছিড়ে তার স্বামী নিচে পড়ে গেলে সেই শব্দ পেয়ে তিনি জেগে যান। তবে তিনি কি কারনে আত্মহত্যা করেছে তা তিনি ঠিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়ানোর অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামপালে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬

রামপালে মাদকদ্রব্য গাঁজাসহ যুবক আটক

আবারও রামপাল উপজেলা চেয়ারম্যান হলেন মোয়াজ্জেম হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।