বাগেরহাটের চিতলমারী আলিয়া মাদ্রাসায় দুইদিন ব্যাপী ২৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা এস এম ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ রহমান ও চিতলমারী আহলে আদীস মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমেদ আলী রহমানী।
এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা জাকির হুসাইন, মাওলনা দেলোয়ার হোসেন আনসারী, মাওলানা ফরিদ আহমেদ প্রমুখ।
ওয়াজ মাহফিলের সমাপনী দিনে চিতলমারী ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রথম ব্যাচের ৬ জন কোরআনে হাফেজকে পাগড়ী পরিধান ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।