বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতপুর কলেজিয়েট স্কুলের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
এ সময় রহমতপু কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন নেছা, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, মাসুদ সর্দার, কাজী আবু শাহীন, ওলিউজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তায়জুল ইসলাম তারা, যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শেখ কামরুল ইসলাম, আলহাজ্ব কবিরুজ্জামান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু সাঈদ শেখ, রকিব মোল্লা, আওয়ামী লীগ নেতা সাইফ আল মামুন খাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আবদুছ ছালামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও কলাতলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।