বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতপুর কলেজিয়েট স্কুলের তিন দিন ব্যাপী ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রহমতপুর কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আবদুছ সালাম, বিশিষ্ট শিল্পপতি আহসান কবির দানা, বিশিষ্ট ব্যবসায়ী খসরুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুলতানা মল্লিক, ইউপি সদস্য আমান উল্লাহ ফাইজুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান, মো আজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য হাসি বেগম, বিউটি বেগম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।