সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সেফেক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম, ইন্জিনিয়ার রাসেদুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ আশরাফুল আলম, শেখ আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, মোক্তার হোসেন, বাঁধন, ডুমুরিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাসহ নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইসির জনসংযোগ শাখা সহকারী পরিচালক মো. আশাদুল হক সূত্রে এ তথ্য জানা যায়। তিনি বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয়। খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।