ডুমুরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ডুমুরিয়া উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ করা হয়। এর আগে ২৭০ টি পরিবারের মাঝে মুরগী, ১৩৭ টি পরিবারের মাঝে ভেড়া, ৪২ টি পরিবারের মাঝে ১ টি করে বকনা বাছুর ও ৪২ টি পরিবারের মাঝে একটি করে ষাঢ় বাছুর বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প সুফলভোগীদের মাঝে হাস/মুরগী ও উপকরণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া প্রেসক্লাবের সম্পাদক শেখ মাহতাব হোসেন, মোঃ আশরাফুল আলম, আমজাদ হোসেন প্রমূখ।