রবিবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বপিসি) বানিজ্য মন্ত্রনালয় বাংলাদেশ জুট এসসোসিয়েশন (বি জে এ) আয়োজনে পাটের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বি জেএ’র চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ। অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক পাট অধিদপ্তর খুলনার মোঃ নজরুল ইসলাম খান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, খুলনা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব পাল, পাট মন্ত্রণালয়ের সিনিয়র হিসাব রক্ষক মোঃ নজরুল ইসলাম, খুলনার (বি জে এর) আবুল কালাম আজাদ, পাট উন্নয়নের সহকারী সচিব দেব ভট্টাচার্য, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন ও ডুমুরিয়া উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক প্রমুখ।
বক্তব্য বক্তরা বলেন, দেশী ও তোষা উভয় জাতের গাছের শতকরা ৭০-৮০ ভাগ ফল কালচে বাদামী রং ধারণ করলে গাছের গোড়া সমেত কেটে ফসল সংগ্রহ করতে হবে। পাটের জমি নিয়মিত পরিদশর্ন করে পাতায় ডিমের গাদা/দলবদ্ধ কীড়া বা পোকা সমেত পাতাটি তুলে পায়ে মাড়িয়ে, মাটি চাপা দিয়ে বা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারা যায় পাট গাছের উচ্চতা ১ মিটারের কম হলে প্রতিগাছে ২টি আর বেশী হলে ৪টি বিছাপোকা দেখা গেলে কীটনামক ছিটানো যাবে।
এসময় পাট সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত করেন। ডুমুরিয়া উপজেলার ৫০জন পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।