তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শনিবার (১ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন বিকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, জালালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল খায়ের গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শেখ জাহিদুর রহমান লিটু, মোঃ আবু হোসেন অপুসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।