খুলনা নগরীর খালিশপুর থানা ও ১৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয় দুটিতে হামলা ও ভাংচুর চালায়।
এর আগে খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া সন্ধা ৬টার দিক খালিশপুর নয়াবাটি মোড়ে অবস্থিত ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুল হাসান শিমুলের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে মাহমুদুল হাসান শিমুল বলেন, আমার দোকান বন্ধই ছিলো। বর্তমান পরিস্থিতিতে আমি আজ দোকানে যাই নাই। সন্ধা ৬টার দিক স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ২০ থেকে ৩০ জন নেতাকর্মীরা আমার দোকান ভাংচুর করে ও সব মালামাল লুট করে নিয়ে যায়। আমার দোকান থেকে গ্যাসসহ সিলিন্ডার, গ্যাসের চুলা ও বিকাশ নগদ লেনদেনের ক্যাশ সহ মোবাইল নিয়ে যায়। এতে অন্তত আমার ৪ থেকে ৫লাখ টাকার মালামাল নিয়ে গেলো। দোকানের সামনে একটিমাত্র গ্যাসের সিলিন্ডার পড়ে থাকতে দেখি পরবর্তীতে।
মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও অফিসে তান্ডব চালাচ্ছে।
তবে আওয়ামী লীগ নেতারা ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে।